বিকেএসপিতে অনুশীলন শুরু করলেন সাকিব

ক্রিকেট দুনিয়া September 5, 2020 1,404
বিকেএসপিতে অনুশীলন শুরু করলেন সাকিব

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে আর দুই মাসেরও কম সময় বাকি আছে। ফলে ক্রিকেটে ফেরা দেশ সেরা অলরাউন্ডারের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। তবে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফেরার আগে নিজেকে প্রস্তুত করে নিতে চান সাকিব।


আসছে অক্টোবরের ২৯ তারিখে মুক্তি মিলবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সবকিছু ঠিকঠাক মতো থাকলে অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যেতে পারে এই তারকা ক্রিকেটারকে। তার আগে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থেকে বাংলাদেশে ফিরেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন শুরু করেছেন সাকিব।


গতকাল ক’রোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট আসলেই (শুক্রবার) বিকেলের দিকে বিকেএসপি চলে গেছেন সাকিব। বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফ ও সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দীন তাকে অভ্যর্থনা জানান।


আর সেখানে ভিআইপি রেস্ট হাউজ ‘মধুমতিতে’ থাকার ব্যবস্থা করা হয়েছে সাকিবের জন্যে। বিকেএসপিতে থেকে নিজেকে আবার শারীরিকভাবে প্রস্তুতের পাশাপাশি ক্রিকেটীয় অনুশীলন করতেই সেখানে থাকবেন বলে জানা যায়। শারীরিক প্রস্তুতির প্রথমদিন একটানা অনেকক্ষণ রানিং করেছেন সাকিব।


সূত্রঃ স্পোর্টসজোন২৪