ক’রোনা পরবর্তী প্রথম সিরিজে বাইশ গজে ফিরছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে আজ (৪ সেপ্টেম্বর) শুক্রবার ইয়ন মরগান দলের বিরুদ্ধে খেলতে নামছে অজি দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১১ টায়।
ইংল্যান্ড ক্রিকেটাররা এই নিয়ে করোনা পরবর্তী সময়ে চারটি সিরিজ খেলে ফেললেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দিয়ে শুরু। এরপর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। এরপর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ও টি-২০।
এদিকে ইংলিশদের হয়ে দলে ফেরানো হয়েছে জস বাটলার, মার্ক উড এবং জোফরা আরচারকে। তবে টি-টোয়েন্টি সিরিজে দলে নেয়া হয়নি না টেস্ট অধিনায়ক জো রুট এবং জেসন রয়কে। জেসন রয় আবার সাইড স্ট্রেইনে ভুগছেন। জো রুট রয়েছেন ওয়ানডে সিরিজের দলে।
ইংল্যান্ড স্কোয়াডঃ ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আরচার, জনি বেয়ারেস্ট, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, জো ড্যানলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, মার্ক উড।
রিজার্ভ : লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ
অস্ট্রেলিয়া স্কোয়াডঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস (সহঅধিনায়ক), জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টা, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪