চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোন ক্রিকেটার না খেললেও আগে আসর গুলোতে আইপিএল মাতিয়াছিলেন দুই টাইগার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। শিরোপা জয়ী দুই ক্রিকেটারকে রেখে হায়াদ্রাবাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সর্বকালের সেরা একাদশ সাজিয়েছে ভারতীয় গণমাধ্যম স্পোর্টসকিডা।
মুস্তাফিজের অভিষেক আইপিএলেই শিরোপা জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ৷ অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সকে দু’বার শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিল সাকিব। এরপর খেলেন সানরাইজার্সের হয়ে। আর সেখানে দারুণ পারফরম্যান্স করেই আছেন সেরা একাদশে।
ভারতীয় এই গণমাধ্যমের একাদশে আরও আছেন ওয়ার্নার, বেয়ারস্টো। এছাড়া আছেন আফগান অলরাউন্ডার নবী, আরেক আফগান রশিদ খানও আছেন এই একাদশে। মুস্তাফিজদের পাশাপাশি আছেন ডেল স্টেইন ও থিসারা পেরেরা।
বিদেশিদের নিয়ে গড়া স্পোর্টসকিডার সর্বকালের সেরা একাদশ:
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উলিয়ামসন, মইসেস হেনরিকস, সাকিব আল হাসান, মোহাম্মদ নবী, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, রশিদ খান, ডেল স্টেইন ও মুস্তাফিজুর রহমান।
সূত্রঃ স্পোর্টসজোন২৪