পিএসএলের বাকি থাকা ম্যাচগুলোর চূড়ান্ত সূচি প্রকাশ

ক্রিকেট দুনিয়া September 3, 2020 1,814
পিএসএলের বাকি থাকা ম্যাচগুলোর চূড়ান্ত সূচি প্রকাশ

করোনাভাইরাসের কারণে মাত্র চার ম্যাচ বাকি থাকতেই স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি বছরের আসর। অবশেষে করোনা বাধা পেরিয়ে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির বাকি অংশ। আগামী নভেম্বরেই মাঠে গড়াবে পিএসএলের বাকি ম্যাচগুলো।


বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুসারে আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে পিএসএলের স্থগিত হওয়া ম্যাচগুলো।


১৪ নভেম্বর মুলতান সুলতানস বনাম করাচি কিংসের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমি।


একদিন পর (১৫ নভেম্বর) দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে এলিমিনেটরের বিজয়ী ও কোয়ালিফায়ারে পরাজয়ী দল। ফাইনাল ম্যাচের মাধ্যমে এবারের আসরের পর্দা নামবে ১৭ নভেম্বর। সবগুলো ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। - ডেইলি বাংলাদেশ