লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত করেছেন ক্রিকেট শ্রীলঙ্কা। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসএলসি জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এবারের আসর। শেষ হবে ৬ ডিসেম্বর।
সবকিছু ঠিক থাকলে গত ২৮ আগস্ট শুরু হতো লঙ্কান প্রিমিয়ার লিগ। পর্দা নামার কথা ছিল ২০ সেপ্টেম্বর। সব সূচি সাজিয়ে দেশটির সরকারের কাছে অনুমতি চেয়েছিল এসএলসি। কিন্তু বিশ্বব্যাপী ক’রোনা ভাইরাসের ভয়াবহতা, ক্রিকেটারদের কোয়ারান্টাইন সময় কম থাকায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আসর শুরুর অনুমতি দেয়নি।
২০১২ সালে পর আবারো কোন বড় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। আসরকে সামনে রেখে সাজানো হয়েছিল সবকিছুই। ড্রাফটের জন্যও নেওয়া হয়েছিল প্রস্তুতি। যেখানে ৭০ জন নামী ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। তবে এবারের ড্রাফটে আরো ক্রিকেটার যোগ হতে পারেন।
এলপিএলে ২১ দিনের ওই টুর্নামেন্টটির ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের তিনটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো প্রেমাদাসা তিনটি ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সুরইয়াওয়াওয়া মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। দলের নামগুলো হবে কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুল্লা ও জাফনা শহরগুলোর নাম অনুসারে
উল্লেখ্য, এশিয়ার প্রায় সব দেশেই ক’রোনার ভয়াবহতা দেখা গেলেও দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কাতে এখনো নিয়ন্ত্রণে আছে। দেশটিতে ক’রোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম থাতলেও স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে ঝুঁকি নিতে চায়নি লঙ্কানরা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪