প্রস্তাব পেলে বাংলাদেশকে কখনোই না বলবেন না হাথুরুসিংহে

ক্রিকেট দুনিয়া September 2, 2020 8,002
প্রস্তাব পেলে বাংলাদেশকে কখনোই না বলবেন না হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এবং সফল কোচ হিসেবে বিবেচনা করা হয় শ্রীলঙ্কান চন্দিকা হাথুরুসিংহেকে। ২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়ার পর একের পর এক পরিবর্তন আনে বাংলাদেশ দলে। অধিনায়ক মুশফিকুর রহিমকে সরিয়ে অধিনায়ক করা হয় মাশরাফি বিন মুর্তজাকে। এরপর থেকে পাল্টে যায় বাংলাদেশ।


তার হাত ধরেই ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। এরপর থেকেই একের পর এক চমক দিতে থাকেন হাথুরুসিংহে। কিন্তু হাথুরুসিংহের বিদায় হয় একদম বাজে ভাবে। তবে আবারো যদি বাংলাদেশ দলের দায়িত্ব জন্য প্রস্তাব পান তাহলে দ্বিতীয়বার ভেবে দেখবেন না।


সম্প্রতি ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, “বাংলাদেশকে কখনোই আমি না বলতে চাই না। বাংলাদেশের মানুষ ও ক্রিকেটারদের জন্য আমার হৃদয়ে আলাদা জায়গা আছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ কেমন উন্নতি করে সেদিকে আমি অবশ্যই নজর রাখব”


গুঞ্জন উঠেছিল সিনিয়র ক্রিকেটারদের কারণে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছেন তিনি। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন হাথুরুসিংহে। এ সময় তিনি আরো বলেন, “বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল।


আমি সরে গিয়েছি একান্তই ব্যক্তিগত কারণে। ক্রিকেটার বা বোর্ডের কর্তাদের সঙ্গে আমার কিছুই হয়নি। আমি সৌভাগ্যবান ছিলাম যে আমার দলে এমন কিছু সিনিয়র ক্রিকেটার ছিল”।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট