অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিব)। দলে ফিরেছেন জস বাটলার, জফরা আর্চার, মার্ক উড।
তাদের সঙ্গে দুই ফরম্যাটেই ডাক পেয়েছেন স্যাম কারান। এ ছাড়া চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া জেসন রয়কে দুই ফরম্যাটের স্কোয়াডেই রাখা হয়নি।
এ ছাড়া শুধু টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। আয়ারল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের পর দুই স্কোয়াডেই জায়গা ধরে রেখেছেন স্যাম বিলিংস। অফফর্মে থাকা মইন আলিকেও দুই ফরম্যাটের জন্যই বিবেচনা করেছে ইসিবি। সেই সঙ্গে আছেন আলো ছড়ানো টম ব্যান্টনও।
মার্ক উড- জোফরা আর্চারকে জায়গা করে দিতে সরে যেতে হয়েছে সাকিব মাহমুদকে। দুই ফরম্যাটেই রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি। লিয়াম লিভিংস্টোনকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে ব্যাকআপ হিসেবে।
দল ঘোষণার সময় ইসিবির নির্বাচক এড স্মিথ বলেছেন, 'গ্রীষ্মের একটা রোমাঞ্চকর শেষ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুই সিরিজ দিয়ে। আমরা শক্তিশালি স্কোয়াড দিয়েছি। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপগুলির প্রস্তুতির জন্য আমরা স্কোয়াডের শক্তিমত্তা বাড়ানোর কাজ করছি।'
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
ইইন মরগান, মইন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডাভিড মালান, আদিল রশিদ, মার্ক উড।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলি, জোফরা আর্চার, জনি বেইরস্টো, টম ব্যানটন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।
সূত্রঃ ক্রিকফ্রেন্জি