ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। অষ্টম আসরের এই ম্যাচে নিকোলাস পুরানের বিধ্বংসী শতকে সেন্ট কিটসকে ৭ উইকেটে হারিয়েছে গায়ানা।
কুইন্স পার্ক ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান জড়ো করে সেন্ট কিটস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন জশুয়া ডি সিলভা। ৪৬ বলের মোকাবেলায় ৫ চার ও ২ ছক্কায় ৫৯ রান করেন তিনি।
এছাড়া উইকেট রক্ষক ব্যাটসম্যান রামদিন করেন অপরাজিত ৩৭ রান। সেই সাথে বেন ডাঙ্ক ১৯ ও লুইস করেন ১৫ রান। গায়ানার হয়ে ২ উইকেট শিকার করেন ক্রিস গ্রিন।
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় গায়ানা অ্যামাজন। দলকে একাই জিতিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। ১০ ছক্কা ও ৪ চারে মাত্র ৪৫ বলে শতক হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২২২.২২!
এছাড়া রস টেলর খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস। সেই সাথে ১৪ রান করেন ব্রেন্ডন কিং। সেন্ট কিটসের পক্ষে ২টি উইকেট শিকার করেন জন-রাস জাগেসার।
সংক্ষিপ্ত স্কোর–
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস: ১৫০/৫ (২০)
সিলভা ৫৯, রামদিন ৩৭*
গ্রিন ২/৩১, সিনক্লেয়ার ১/৯
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৫৩/৩ (১৭.৩)
পুরান ১০০*, টেলর ২৫*
জাগেসার ২/৩৩, জোসেফ ১/২৪
ফলাফল: ৭ উইকেটে জয়ী গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সূত্রঃ স্পোর্টসজোন২৪