ইংল্যান্ডের জয়ের লক্ষ্য ছিল ১৯৬ রান। যখন স্বাগতিকেরা জয় নিজেদের করে নেয় তখন খেলার পাঁচ বল বাকি ছিল। এর আগে এই মাঠে এতো রান তাড়া করে ম্যাচ জয়ের কোন রেকোর্ড ছিল না। নতুন রেকোর্ডে ওয়েন-মর্গ্যান তান্ডবে পাকিস্তানের বোলারেরা বেশিভাগ সময় ব্যস্ত ছিল নিজেদের মাথায় হাত দেওয়া নিয়ে। একে পর এক ক্যাচ মিস আর সাজ ঘরে কোচ মেজবার হতাশা চেহারায় পাক সিবির আর ম্যাচে নিজেদের মেলে ধরতে পারি নি।
৫ উইকেটের বড় জয় পায় ইংল্যান্ড। মরগান ৬৬ ও মিলান ৫৪ রান করেন। এর আগে ২৪ বলে ৪৪ বেয়ারস্টো ঝড়ো ব্যাটিং দারুণ শুরু পায় ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে দলকে রেকর্ড গড়া জয় এনে দিলেন ইংলিশ অধিনায়ক।
ম্যানচেস্টারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। ১৯৬ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৫ বল বাকি থাকতে। পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়।
হাফিজ ৬৯ রান ও বাবরের ব্যাট থেকে আসে ৫৬ রান। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ২ টি উইকেট সংগ্রহ করে। প্রথম টি- টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যাক্ত হয়। ম্যাচ সেরা নির্বাচিত হন ইয়ান মর্গান। - আমাদের সময়