আইপিএলের প্রথম ম্যাচে খেলবে না ধোনির চেন্নাই

ক্রিকেট দুনিয়া August 30, 2020 1,857
আইপিএলের প্রথম ম্যাচে খেলবে না ধোনির চেন্নাই

কিন্তু কেন চেন্নাইকে এই বাড়তি সুবিধা দিচ্ছে বিসিসিআই? মহেন্দ্র সিং ধোনির দল যে এখন বড় বিপদে। আইপিএল শুরুর আগেই দলটির ১৩ সদস্যের করোনা ধরা পড়েছে। তার মধ্যে দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটারও রয়েছেন।


এদিকে করোনার ভয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের সহ-অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটসম্যান সুরেশ রায়না। সবমিলিয়ে লেজেগোবরে অবস্থা দলটির।


২৮ আগস্ট থেকে মাঠে ট্রেনিং শুরু করার কথা ছিল হলুদ জার্সিধারীদের। কিন্তু একসঙ্গে এতজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় চেন্নাই দলকে ৬ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর যারা করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন, তাদের আইসোলেশনে রাখা হবে ১৪ দিন।


যার অর্থ আগামী সপ্তাহের আগে আর অনুশীলনে নামা হচ্ছে না চেন্নাইয়ের। সেটাও বাধাগ্রস্থ হবে যদি টেস্টে পুরো দল করোনা নেগেটিভ না হয়।


সব কিছু বিবেচনায় চেন্নাইকে বাড়তি কয়েকদিনের সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেক্ষেত্রে উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অন্য কোনো প্রতিপক্ষকে লড়তে দেখা যাবে।-আইপিএল নিউজ, আমাদের সময়