আইপিএল থেকে সরে যাবার কারণ জানালেন রায়না

ক্রিকেট দুনিয়া August 30, 2020 2,268
আইপিএল থেকে সরে যাবার কারণ জানালেন রায়না

যে টুর্নামেন্টের জন্য এত শিহরণ, এতদিনের অপেক্ষা- সেই টুর্নামেন্ট থেকে নিজেই সরে গেলেন সুরেশ রায়না? আইপিএল মানেই টাকার ঝনঝনানি। বছরময় এই একটি টুর্নামেন্টের দিকেই তাকিয়ে থাকেন ক্রিকেটাররা। অথচ দরজায় যখন দাঁড়িয়ে এবারের আসর, এমন সময়ে ‘না’ বলার মতো কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন রায়না।


টুর্নামেন্টে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতেও গিয়েছিলেন রায়না। সেখানে গিয়েই জানান, এবারের আসরে আমি খেলব না। জানা গেছে, করোনাভাইরাস যে ভাবে চেন্নাই সুপার কিংস শিবিরে হানা দিয়েছে, তাতেই ভয় পেয়ে গিয়েছেন রায়না। নিজের দুই সন্তানকে নিয়েই চিন্তিত তিনি।


ভারতের বাঁহাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘সন্তানের থেকে কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয়।’ তার এমন কথায় স্পষ্ট, করোনার মধ্যে বাইরে খেলতে গিয়ে আক্রান্ত হলে সন্তানদেরও ঝুঁকিতে ফেলে দেবার সম্ভাবনা থাকবে, সে কথা ভেবেই আইপিএল থেকে সরে গেছেন টুর্নামেন্টের অন্যতম সেরা ক্রিকেটার।


চেন্নাই সুপার কিংস শিবিরে ১৩ জনের করোনা হয়েছে। তার মধ্যে দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটারও রয়েছেন। শোনা যাচ্ছে, করোনা সংক্রমণের হার দেখে দুবাইয়ে থাকা আর ঠিক বলে মনে করেননি রায়না। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে দেশে ফিরে এসেছেন। শনিবার দেশে ফিরে নয়াদিল্লির বাসস্থানে রায়না নাকি কোয়ারেন্টাইনে চলেও গিয়েছেন।


রায়নার দেশে ফেরার আরেকটি বড় কারণ হতে পারে পারিবারিক বিপর্যয়। পাঞ্জাবের পাঠানকোটে গত ১৯ অগস্ট রাতে দুষ্কৃতিদের আক্রমণে প্রাণ হারিয়েছেন তার চাচা অশোক কুমার, চাচীর অবস্থাও আশঙ্কাজনক।


এছাড়া দুই চাচাতো ভাইও আহত হয়েছেন এই ঘটনায়। সবমিলিয়ে চারদিক অন্ধকার হয়ে এসেছে রায়নার। এমতাবস্থায় খেলায় মনোযোগই বা দিতেন কি করে। তাই আইপিএল শুরুর আগেই দেশে ফিরেছেন রায়না।- দৈনিক জাগরণ, আমাদের সময়