২০২২ সালের ১৬ নভেম্বর ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় দল। সফরে বিরাট কোহলিরা ২ টেস্ট এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজ শেষে ১৬ই ডিসেম্বর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে টিম ইন্ডিয়ার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেছেন, আসন্ন সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা হয়েছে বিসিবির। তিনি বলেন, কিছু বিষয় নিশ্চিত করা হয়েছে।
সিরিজটা কাছাকাছি চলে এলে তারিখ পুরোপুরি নিশ্চিত করা হবে। এখন একটা সময় আমরা ধরে রাখছি যে, ২০২২ সালের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিরিজটা শুরু হবে। আর সিরিজ কাছাকাছি এলে চূড়ান্ত সূচি নিশ্চিত হবে।
ভারতের বিপক্ষে বাংলাদেশ শেষবার টেস্ট খেলেছিল কলকাতায় গত বছর নভেম্বরে। সেই সফরে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টেও লড়েছিল দু’দল। ২০২২ সালে ঠিক থাকলে দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশের মাটিতে খেলতে দেখা যাবে ভারতীয়দের। - আমাদের সময়