আইপিএলকে ‘না’ বলে দেশে ফিরছেন সুরেশ রায়না!

ক্রিকেট দুনিয়া August 29, 2020 3,604
আইপিএলকে ‘না’ বলে দেশে ফিরছেন সুরেশ রায়না!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে অন্যান্য দলের মত আরব আমিরাতে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। আর জমজমাট এই আসর শুরুর আগে দুঃসংবাদ দিল দলটির নিয়মিত ক্রিকেটার সুরেশ রায়না। হঠাৎই দেশে ফিরছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।


ব্যাক্তিগত কারণ দেখিয়ে তিনি চেন্নাই সুপার কিংসকে না বলে দিয়েছেন। তবে ঠিক কি কারণে আইপিএল খেলবেন না, তা এখনো জানা যায় নি। আর বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানানো হয়, “ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরেছে। এর ফলে পুরো মৌসুমেই তাকে পাওয়া যাবে না। তবে এই সময়ে রায়না ও তার পরিবারের প্রতি চেন্নাই সুপার কিংসের পূর্ণ সমর্থন রইল।”


এদিকে গতকাল শুক্রবার চেন্নাই সুপার কিংসের দশ জন কোভিড-১৯ তে আ’ক্রান্ত হয়েছেন। কারা কারা আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে কিছু খোলসা করে না বলা হলেও জানা যায়। তবে সে তালিকায় একজন ভারতীয় বোলার রয়েছে। সেই সাথে চেন্নাইয়ের কর্মকর্তাও আ’ক্রান্ত হয়েছেন বলে জানা যায়।


সূত্রঃ স্পোর্টসজোন২৪