স্থগিত হয়ে যাওয়া নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ হবে আগামী বছরের মাঝামাঝি। এই দুটি সিরিজ অনুষ্ঠিত হওয়া নিয়ে আশাবাদী বিসিবি। এই দুই সিরিজের জন্য বড় উইন্ডো নিশ্চিত করতে চায় বোর্ড।
ক’রোনায় স্থগিত হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ছয়টি সিরিজ। যারমধ্যে চারটি বাংলাদেশের। তবে অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ নিশ্চিতে জট খুলছে। বাকি তিনটির মধ্যে অস্ট্রেলিয়ার সাথে দুই টেস্টের সুযোগ দেখছে না বিসিবি।
তবে আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশে আসার কথা দিয়েছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডে ওডিআই সিরিজটাও প্রায় চূড়ান্ত। বড় দুই সিরিজের জন্য উইন্ডো নিশ্চিত করেই পাকিস্তানের বিপক্ষে এক টেস্ট ও ওডিআই নিয়ে কাজ করতে চায় বিসিবি।
উল্লেখ্য, ক’রোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে আগামী ২৪ অক্টোবর লঙ্কানদের বিপক্ষে টেস্টে মাঠে নামবে টাইগাররা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪