সবকিছুই এক প্রকার চূড়ান্ত। বিশেষ বিমানে করে আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। তবে শ্রীলঙ্কায় চূড়ান্ত টেস্ট দল নিয়ে যাচ্ছে না বাংলাদেশ। প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সাথে যাবে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল।
বাংলাদেশ টেস্ট দলের জন্য ২৪ জন এবং এইচপি ক্রিকেট দলের জন্য ২৬ জন ক্রিকেটার যাবে শ্রীলঙ্কা। সেখানে এইচপি দলের সাথে ৩ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখান থেকে চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কায় যাবে জাতীয় ও এইচপি দল। ২৪ অক্টোবর শুরু হতে পারে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট। তার আগে সেখানে প্রায় ২৫ দিনের ক্যাম্প করার সুযোগ পাবেন মুমিনুল হকরা। মিনহাজুল জানালেন, অভিজ্ঞতার সঙ্গে ক্যাম্পের সার্বিক দিক বিবেচনা করেই মূল স্কোয়াড চূড়ান্ত করা হবে।
‘সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলেছিলাম আমরা। অনেকদিন খেলা নেই। অনুশীলনের মধ্যেও নেই। তারপরও অভিজ্ঞতাকে আমরা গুরুত্ব দিচ্ছি। শ্রীলঙ্কায় গিয়ে বেশ কয়েকটা অনুশীলন ম্যাচ আছে। সবকিছু মিলিয়ে ওখানে গিয়েই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করব। প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে।’
‘ওখানকার ট্রেনিং সেশন খুব গুরুত্বপূর্ণ। কেননা পাঁচ মাস সবার জন্যই দীর্ঘ বিরতি গেছে। কে কতটা তাড়াতাড়ি রিকভারি করে মানসিকভাবে কতটুকু মানিয়ে নিতে পারছে, সব দেখা হবে। ২০-২২ জনের মতো খেলোয়াড় নিয়ে যাচ্ছি।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা দল তৈরি করব। তারপর শ্রীলঙ্কায় গিয়ে ১৫ জন ঠিক করব। ৩৮ জনের পুল আছে, সবাইকেই কোভিড টেস্ট করানো হবে। ব্যাকআপ হিসেবে তৈরি রাখবো। সাথে সাথে ২৪ জনের এইচপি স্কোয়াড ওখানে যাবে। যাকে যখনই দরকার হবে, যেন যোগান দেয়া যায়।’
সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট