ঢাকা আসছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো

ক্রিকেট দুনিয়া August 27, 2020 2,444
ঢাকা আসছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একক অনুশীলনে ইতিমধ্যেই নেমে পড়েছে জাতীয় দলের সকল ক্রিকেটাররা। শুধু বাকি রয়েছে কোচিং স্টাফরা।


করোনা ভাইরাসের কারণে বর্তমানে নিজ নিজ দেশে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দলের সকল কোচ। তবে খুব শীঘ্রই ঢাকা আসছে বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।


সবকিছু ঠিকঠাক থাকলে ২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকা পৌঁছাবেন ডমিঙ্গো। ২ সেপ্টেম্বর ঢাকা নেমে তাকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে।


ইতিমধ্যেই ক্রিকেটারদের জন্য পাঁচ তারকা হোটেল ঠিক করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফরা সহ সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা।


সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের ২৩ তারিখে শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে হবে টাইগারদের চূড়ান্ত প্রস্তুতি। কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট