ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকা তালাওয়াস। আফগান স্পিনার মুজিব-উর-রহমানের স্পিন ঘূর্ণিতে আসরের দ্বিতীয় জয় পেয়েছে আন্দ্রে রাসেলের জ্যামাইকা।
কুইন্স পার্ক ওভালে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৮ রান সংগ্রহ করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন রস টেলর। এছাড়া নাবিন উল হক করেন অপরাজিত ২০ রান। সেই সাথে পুরান ১৫ ও হেটমায়ার করেন ৫ রান। জ্যামাইকার হয়ে ৩টি করে উইকেট নেন মুজিব ও এডওয়ার্ড।
সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতেই ৫ উইকেটে জয় পায় জ্যামাইকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন বননার। এছাড়া গ্লিন ফিলিপস করেন ২৬, ব্ল্যাকউড ২৩ ও রাসেল করেন ২৩ রান। গায়ানার হয়ে ২ উইকেট নেন নাবিন উল হক।
সংক্ষিপ্ত স্কোর-
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১০৮/৯ (২০)
রস টেলর ২৩, নাবিন ২০
মুজিব ৩/১১, এডওয়ার্ড ৩/৩০
জ্যামাইকা তালাওয়াস: ১১৩/৫ (১৮)
বননার ৩০, ফিলিপস ২৬
নাবিন ২/৩৫, কিমো পল ১/১৬
ফলাফলঃ ৫ উইকেটে জয়ী জ্যামাইকা তালাওয়াস।
সূত্রঃ স্পোর্টসজোন২৪