পাকিস্তান ক্রিকেটের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন দেশটির সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক। হেড কোচের পাশাপাশি প্রধান নির্বাচকের দায়িত্বটাও পালন করছিলেন তিনি।
কিন্তু দলের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তার জন্য বোঝা হয়ে যাচ্ছে। এমনটা মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার কারণে প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়তে হতে পারে মিসবাহকে।
এই বিষয়ে পিটিআইকে বোর্ডের এক মুখপাত্র বলেছেন, “পিসিবি মনে করে, মিসবাহর কাছ থেকে বোঝা কমিয়ে নেওয়ার এটাই ভালো সুযোগ। যাতে সে হেড কোচের ভূমিকায় পুরোপুরি মনোনিবেশ করতে পারে। কারণ সামনে অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে।”
সেই সাথে একজন ফাস্ট বোলারকে প্রধান নির্বাচকের পদের জন্য বিবেচনাও করে রেখেছে পিসিবি। সেই মুখপাত্র আরও জানিয়েছেন, “একজন সাবেক ফাস্ট বোলার, যিনি খেলোয়াড়ি জীবনে বড় তারকা ছিলেন, একই সঙ্গে চাঁছাছোলা মন্তব্যের জন্য খুবই পরিচিত। তাকে প্রধান নির্বাচকের পদের জন্য বিবেচনায় রাখা হয়েছে। ইংল্যান্ড সিরিজের পরই তার সঙ্গে বসে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।”