রাসেলের বিধ্বংসী ইনিংসের পরও জিততে পারেনি জ্যামাইকা

ক্রিকেট দুনিয়া August 23, 2020 7,922
রাসেলের বিধ্বংসী ইনিংসের পরও জিততে পারেনি জ্যামাইকা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকা তালাওয়াস। যেখানে আন্দ্রে রাসেলের ঝড়ো অর্ধশতকের পরেও ১৪ রানে হারে তার দল জ্যামাইকা।


ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান জড়ো করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।


দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ব্রেন্ডন কিং। ২ ছক্কা ও ৩ চারে ১৯ বলে ২৯ রান করেন এই ওপেনার। এছাড়া রস টেলর ২১, চন্দরপল হেমরাজ ২১ ও নাবীন উল হক করেন ১৪ রান।


লো স্কোরিং ম্যাচে মাত্র ১১৯ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান করে জ্যামাইকা তালাওয়াস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আন্দ্রে রাসেল।


৫ ছক্কা ও ৪ চারে ৩৭ বলের মোকাবিলায় ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তারপরও দলকে জেতাতে পারেননি এঔ হার্ডহিটার খ্যাত ব্যাটসম্যান। এছাড়া পাওয়েল ২৩, আসিফ আলী করেন ১৪ রান।


সংক্ষিপ্ত স্কোর–

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১১৮/১০ (১৯.১)

কিং ২৯, হেমরাজ ২১, টেলর ২১

ব্র্যাথওয়েট ৩/১৪ মুজিব ৩/১৮


জ্যামাইকা তালাওয়াস: ১০৪/৭(২০)

রাসেল ৫২*, পাওয়েল ২৩, আসিফ ১৪

গ্রিন ২/১০, হেমরাজ ১/৩


ফলাফলঃ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১৪ রানে জয়ী।


সূত্রঃ স্পোর্টসজোন২৪