সবশেষ আইপিএল ফাইনালে দুর্দান্ত বোলিংয়ে মুম্বাইয়ে মাত্র ১ রানে জয় এনে দিয়ে শিরোপা উপহার দিয়েছিলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। আইপিএলের পুরো আসর জুড়ে মুম্বাইয়ের তুরুপের তাস এই পেসার। তবে এবার আইপিএলের শুরু থেকে পেস বিভাগে নেতৃত্ব দেওয়া মালিঙ্গাকে পাচ্ছেনা মুম্বাই ইন্ডিয়ান্স।
এক প্রতিবেদনে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এমনটাই জানিয়েছে। মূলত, মালিঙ্গার বাবা অসুস্থ। লঙ্কান পেসারের বাবার অপারেশন করা হতে পারে আগামী সপ্তাহে। আর বাবার অপারেশনের সময় তার পাশেই থাকতে চান তিনি। যেকারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আরব আমিরাতে যাননি মালিঙ্গা।
তবে শুরু থেকে না খেললেও কলম্বোতে নিজ উদ্যোগে অনুশীলন চালিয়ে যাবেন এই লঙ্কান পেসার। সেখানেই নিজেকে ফিট করে তুলবেন তিনি। আইপিএলের প্লে – অফের আগে দলের সাথে যোগ দিতে পারেন মালিঙ্গা।
২০০৯ সালে প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেন মালিঙ্গা। ২০১৮ সাল থেকে দলটির পেস বোলিং পরামর্শক হিসেবেও রয়েছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ (১৭০) উইকেট শিকারী এই পেসার। - স্পোর্টসজোন২৪