জু’য়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নি’ষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নি’ষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ অক্টোবর। এর আগেই লঙ্কানদের বিপক্ষে ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হওয়ার কথা বাংলাদেশের।
তিন ম্যাচের এই সিরিজেট প্রথম টেস্ট পাঁচ দিনে গড়ালে টেস্টের শেষ দিন হবে সাকিবের নি’ষেধাজ্ঞার শেষ দিন। তবে গুঞ্জন আছে, ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু নাও হতে পারে। সূচি পেছানোর সম্ভাবনা রয়েছে।
যার ফলে নিষেধাজ্ঞার পর শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারবেন বাংলাদেশ অলরাউন্ডার। আর তাই তার দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সম্প্রতি বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে সাকিবের শ্রীলঙ্কা সফর নিয়ে বিসিবি বস বলেন, “দ্বিতীয় টেস্ট থেকেই সে খেলতে পারবে। এ মাসের শেষের দিকে সাকিব দেশে আসবে। অনুশীলনের জন্য সে বিকেএসপিকে বেছে নিয়েছে।
দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও আমাদের কোনো কোচ আলাদাভাবে ওর সঙ্গে কাজ করতে পারবে। শ্রীলঙ্কায় সাকিব দলের সঙ্গে যেতে পারবে না।”
“তবে আমরা চেষ্টা করব ওকে দ্বিতীয় টেস্টের ১০-১২ দিন আগে নিয়ে যেতে। ২৯ তারিখের আগ পর্যন্ত ওখানে আলাদা থেকেই অনুশীলন করল, কিন্তু আমাদের কোচরা তো দেখতে পাবে ওর কী অবস্থা।
তারা প্রয়োজনে তাকে এককভাবে অনুশীলন করাতে পারবে। এগুলো ঠিকঠাকভাবে হলে অবশ্যই সাকিব দ্বিতীয় টেস্টে খেলবে।”– পাপন। - স্পোর্টসজোন২৪