টেস্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজ

ক্রিকেট দুনিয়া August 18, 2020 2,287
টেস্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজ

বাংলাদেশ টেস্ট দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৯ সালের নিউ জিল্যান্ডের বিপক্ষে। এরপর আর টেস্ট ক্রিকেট খেলা হয়নি মুস্তাফিজের। পারফরমেন্সের কারণে ছিটকে গিয়েছেন দল থেকে।


মুস্তাফিজকে ছাড়াই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সহ আফগানিস্তান, পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে। তবে সামনের শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান।


করোনা বিরতির পর আবার অনুশীলনে ফিরেই লাল বলে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি। সোমবার (১৭ আগস্ট) মিরপুরে দ্বিতীয় দিনের মতো ব্যক্তিগত অনুশীলন করেছেন দ্য ফিজ।


এদিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে মিরপুরে এসে বল হাতে নেমে পড়েন একাডেমি মাঠে। নতুন লাল বল দিয়ে হালকা রান-আপে বেশ কিছুক্ষন বোলিং করেন, এর পর ১১টা থেকে ১১টা ৩০ পর্যন্ত জিমে অনুশীলন করেন মোস্তাফিজ। তবে তিনি রানিং করেননি।


অন্য বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব সূচি অনুযায়ী অনুশীলন করেছেন। - বাংলাওয়াশক্রিকেট