যে ছবি পাকিস্তানে ধোনিকে জনপ্রিয় করে তোলে

ক্রিকেট দুনিয়া August 18, 2020 1,437
যে ছবি পাকিস্তানে ধোনিকে জনপ্রিয় করে তোলে

ফুটফুটে একটা শিশুকে কোলে নিয়ে পোজ দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির খেলা চলাকালীন এমন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের কাছে ধোনির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। ধোনির অবসর নিয়ে সবাই যখন বিস্মিত, ঠিক সেই সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী সেই বিখ্যাত ছবিটি নিয়ে কথা বললেন।


কলকাতার এক দৈনিককে বাসিত বলেন, ‘একটা ছবি ধোনিকে অসম্ভব জনপ্রিয় করে তুলেছিল পাকিস্তানে। ২০১৭ সালে'চ্যাম্পিয়নস ট্রফির সময়ে আমাদের অধিনায়ক সরফরাজ আহমেদের ছেলেকে নিয়ে একটা ছবি তুলেছিল ধোনি। তার পর থেকেই আমার দেশের মানুষ ধোনিকে আপন করে নেয়। ওকে দেখে আমাদের মনে হতো খুব কাছের একজন। ধোনির প্রতি সবার ভালোবাসা বেড়ে যায়’।


দুই দেশের মধ্যে যতই রাজনৈতিক শত্রুতা থাক, ক্রিকেটারদের মাঝে কিন্তু দারুণ বন্ধুত্ব। তিন বছর আগের সেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই হাইভোল্টেজ ফাইনালের আগে টিম হোটেলে ধোনি কোলে তুলে নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের ছেলে আবদুল্লাহকে।


ওই একটা ছবি দিয়েই ধোনি যেন ভেঙে দেন সীমান্তের বেড়াজাল। ধোনির বিদায়বেলায় তাই পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও শোকার্ত। ইনজামামের মতো তারকাও ধোনির এমন নিশব্দ বিদায় মেনে নিতে পারছেন না। - ডেইলি বাংলাদেশ