অবসর ঘোষণার সময় একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছেন ধোনি-রায়না

ক্রিকেট দুনিয়া August 17, 2020 3,772
অবসর ঘোষণার সময় একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছেন ধোনি-রায়না

অবসরের গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। তবে সবাই আশা করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক অবসর নিবেন মাঠ থেকে। কিন্তু সবাইকে অবাক করে ইনস্টাগ্রামে ছোট্ট করে জানান অবসরের সিদ্ধান্ত ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। এর ঠিক কয়েক মিনিটের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন রায়নাও।


এই দুই ক্রিকেটারের একসাথে অবসরে আরো চমকে যায় ক্রিকেট দুনিয়া। তবে সবাই অবাক হলেও তাদের জন্য এটা ছিল আগের পরিকল্পনার প্রতিফলন। ধোনির বিদায়ের দিনটা ভালো করেই জানতেন রায়না। তাই নিজেও নিয়ে রেখেছিলেন প্রস্তুতি।


একসাথে অবসরের ঘোষণা দিয়ে একে অপরকে সেদিন জড়িয়ে ধরে কেঁদেছিলেন। তবে পরে একসাথে নতুন পথচলায় পার্টিং করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের এই দুই ক্রিকেটার।


সংবাদমাধ্যম দৈনিক জাগরণের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের সেই সময়ের ও তার পেছনের পরিকল্পনার গল্প বলেছেন সুরেশ রায়না।


তিনি বলেন, “আমি জানতাম, ধোনি চেন্নাইয়ে পৌঁছে অবসরের ঘোষণা দেবে, তাই আমিও প্রস্তুত ছিলাম। চার্টার্ড বিমানে ১৪ অগাস্ট আমি, পিযুষ চাওলা, দীপক চাহার ও কারান শর্মা রাঁচি পৌঁছে সেখান থেকে মাহি ভাই ও মনু সিংকে তুলে নেই।”


অবসরের পর নিজেদের আবেগের মুহুর্তের কথা উল্লেখ করে রায়না বলেন, “অবসর ঘোষণার পর আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছিলাম এবং অনেক কেঁদেছিলাম।


এরপর আমি, পিযুষ, আম্বাতি রায়ডু, কেদার যাদব ও কারান একসঙ্গে বসে আমাদের ক্যারিয়ার ও সম্পর্ক নিয়ে কথা বলি। আমরা সে রাতে পার্টিও করি।”


অবসর ঘোষণার জন্য ১৪ আগস্টকে বেছে নেওয়ার পেছনে গল্প জানিয়ে রায়না বলেন, “শনিবার (১৫ অগাস্ট) অবসর নেব, আমরা মনস্থির করেই রেখেছিলাম।


ধোনির জার্সি নম্বর ৭ আর আমার ৩, দুইটা নম্বর যুক্ত করলে হয় ৭৩। আর ১৫ অগাস্ট ভারত স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ করেছে। তাই এর চেয়ে ভালো দিন আর হতে পারে না।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪