টানা চার মাসেরও বেশি সময় ধরে ঘরে বসে থাকার পর অবশেষে গত রবিবার অনুশিলনে নেমেছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন আজও করেছেন তামিম। কিছুটা অসুস্থতা থাকার কারণে একটু দেরিতে হলেও পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি।
সেইসাথে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি। সেইসাথে শ্রীলঙ্কা সিরিজ সবচেয়ে বড় সুযোগ বলে আখ্যায়িত করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
আজ ও অনুশীলনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তামিম ইকবাল বলেন, “আমাদেরকে নিশ্চিত করতে হবে ওখান থেকে বের হয়ে এসে যেন তাড়াতাড়ি মানসিকভাবে শক্ত অবস্থানে আসতে পারি। কারণ আমাদের একটা বড় সফর আসছে সামনে। আমি বিশ্বাস করি যে আমাদের অনেক ভালো সুযোগ আছে।’
সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট