আপনাদের কাছে অনুরোধ সাকিবকে নিয়ে বেশি ‘নিউজ’ করবেন না : পাপন

ক্রিকেট দুনিয়া August 15, 2020 1,744
আপনাদের কাছে অনুরোধ সাকিবকে নিয়ে বেশি ‘নিউজ’ করবেন না : পাপন

আগামী অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। ২৪ তারিখ থেকে শুরু হবে এ আসর। সাকিব নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন ২৯ অক্টোবর। তাই এ সিরিজে সাকিব খেলবেন কি-না এ নিয়ে আলোচনা সবচেয়ে বেশি ক্রিকেট মহলে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই জাতীয় দলে ফিরতে পারবেন এমন ইঙ্গিতই দিয়েছেন বিসিবি সভাপতি।


সাকিব ফিরতে হলে আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আর ফিটনেস ঠিক রাখতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই অনুশীলন শুরু করার কথা রয়েছে তার। তবে তাকে নিয়ে গণমাধ্যমকে বেশি নিউজ করতে না করেছেন নাজমুল হাসান পাপন।


আজ গণমাধ্যমকে তিনি বলেন, “আপনাদের কাছে অনুরোধ এই সময়টাতে ওকে নিয়ে খুব বেশি নিউজ করতে যাবেন না। কারণ ওর শর্তের মধ্যে এটাও আছে যে খেলাধুলা নিয়ে এমন কিছু করা যাবেনা যা মিডিয়ায় আসবে।”


তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই সাকিব বিসিবির তত্বাবধানে থাকা কোন ক্রিকেটারের সাথে অনুশীলন করতে পারবেন না। কোন দলেও খেলতে পারবেন না তিনি। এই নিয়ে পাপন আরও বলেন, “ও (সাকিব) বিসিবির সাথে পারবেনা (অনুশীলন), কিন্তু অন্য কোন দল পেলে খেলতে পারবে। উদাহরণ হিসেবে আমি বলছি যদি সে পাড়ায় টিম পায়, সেখানে খেলতে পারবে। কিন্তু বিসিবির কারও সাথে খেলতে পারবেনা।”


“এখন থেকেই আমরা দেখবো। আইন অনুসারেই সে আমাদের ফিজিও, কোচের সাথে আলাদা আলাদা করে কাজ করতে পারবে। ওকেতো ফিটনেস টেস্ট দিবে, আর আমরা তাকে আগেই শ্রীলঙ্কায় যেতে বলবো। ওখানেও তাকে পর্যবেক্ষণ করা যাবে। এসব নিয়েই আলাপ আলোচনা হচ্ছে।”– যোগ করেন বিসিবি সভাপতি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪