আইপিএলের সর্বোচ্চ স্ট্রাইক রেট ধারী ব্যাটসম্যানের তালিকা

ক্রিকেট দুনিয়া August 10, 2020 10,228
আইপিএলের সর্বোচ্চ স্ট্রাইক রেট ধারী ব্যাটসম্যানের তালিকা

আইপিএল মানেই বাইশ গজে বিধ্বংসী ব্যাটিং, ছয়, চারের ফুলঝুরি। তা দেখার জন্যই মুখিয়ে থাকে ক্রিকেট বিশ্ব। এমন কিছু ব্যাটসম্যান, যাঁরা যে কোনও ম্যাচের মোড় যখন-তখন ঘুরিয়ে দিতে পারেন, আইপিএলে তাঁদের সংখ্যা এতই বেশি, যে মানুষ কাকে ছেড়ে কাকে দেখবেন। সেরকমই কিছু ক্রিকেটারের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক, যাদের ঝুলিতে রয়েছে আকর্ষণীয় স্ট্রাইক রেট।


আইপিএলে ৬৪টি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। টুর্নামেন্টে ১৪০০ রান করেছেন কলকাতা নাইট রাইডার্স তারকা। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৮। আইপিএলে রাসেলের ব্যাটিং স্ট্রাইক রেট ১৮৬.৪১। যা টুর্নামেন্টে সবচেয়ে বেশি। আইপিএলে ইতিমধ্যে ১২০টি ছক্কা হাঁকানো হয়ে গিয়েছে রাসেলের।


তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন। আইপিএলে তিনি ৭৭১ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৭৫। আইপিএলে সুনীলের স্ট্রাইক রেট ১৬৮.৩৪। টুর্নামেন্টে ৪৪টি ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার।


ইংল্যান্ডের অল-রাউন্ডার মইন আলি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। আইপিএলে মাত্র ১৬টি ম্যাচ খেলা মইন ২৯৭ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৬৬। আইপিএলে মইনের স্ট্রাইক রেট ১৬৫.৯২। ২৩টি ছক্কা রয়েছে তাঁর ঝুলিতে।


আইপিএলে ৫৪টি ম্যাচ খেলে ১৭৩৬ রান করা তরুণ ঋষভ পন্থের ব্যাটিং স্ট্রাইক রেট ১৬২.৬৯। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২৮। ৯৪টি ছক্কার মালিক ভারতীয় উইকেটরক্ষক তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।


অস্ট্রেলিয় অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলে ৬৯ ম্যাচ খেলে ১৩৯৭ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬১.১৩। তালিকার পঞ্চম স্থানে থাকা ম্যাক্সওয়েল আইপিএলে ৯১টি ছক্কা হাঁকিয়েছেন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪