শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরছেন সাকিব!

ক্রিকেট দুনিয়া August 6, 2020 11,959
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরছেন সাকিব!

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের একপ্রকার নিশ্চিত। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত সময়সূচীর। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই এটি চূড়ান্ত করে ফেলবে দুই দেশের ক্রিকেট বোর্ড।


তবে গুঞ্জন উঠেছে শ্রীলঙ্কা সফর গড়াতে পারে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে গিয়ে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন এ থাকতে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। এরপর বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় ক্রিকেট দল।


প্রস্তুতি ম্যাচ এবং অনুশীলন শেষে অক্টোবরের টেস্ট সিরিজ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হতে প্রায় এক মাস সময় লাগবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।


আর এই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। ফলে নভেম্বরে টাইগারদের পোস্টার বয়ের মাঠে নামতে বাধা থাকছেনা। কিন্তু সেক্ষেত্রে লড়াইটা সাকিবের নিজের সাথেই, থাকতে হবে ম্যাচ খেলার মত ফিট।


সাকিবের শ্রীলঙ্কা সফরে বিবেচনায় থাকা প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জাতীয় দৈনিক ‘সমকাল’ কে বলেন, ‘খেলার মত ফিট থাকলে লঙ্কা সফর দিয়ে ফেরার সুযোগ আছে সাকিবের।’


অক্টোবরে টাইগারদের লঙ্কা সফর নিশ্চিত হলেও থাকছেনা কোন সীমিত ওভারের ম্যাচ। নিজাম উদ্দিন চৌধুরী যোগ করেন, ‘শ্রীলঙ্কা সফর মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে যেতে পারে দল। টেস্টের বাইরে অন্য সংস্করণ আগের আলোচনায় ছিল। এখন আর টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হচ্ছেনা।’


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট