পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া July 30, 2020 4,639
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। উইন্ডিজদের বিপক্ষে শেষ টেস্টে জয়ী স্কোয়াডকে পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত রেখেছে ইংলিশরা।


ফলে শেষ টেস্টের দল থেকে বাদ পড়া ওলি রবিনসনের পরিবর্তে একাদশে জায়গা করে নেওয়া জেমস অ্যান্ডারসন থাকছেন পাকিস্তানের বিপক্ষে টেস্টেও। থাকছেন জোফরা আর্চারও। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামী ৫ আগস্ট ম্যানচেস্টারে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান


পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের ১৪ সদস্যের স্কোয়াডঃ জো রুট (অধিনায়ক), জিমি অ্যান্ডারসন, জফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলে, স্যাম কারেন, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।


সূত্রঃ স্পোর্টসজোন২৪