করোনা ভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তার কারণ এই কয়েক মাসে বাংলাদেশের ৫ টি সিরিজ স্থগিত রয়েছে। যার মধ্যে ছিল গুরুত্বপূর্ণ আটটি টেস্ট ম্যাচ। এছাড়াও স্থগিত হয়ে গিয়েছে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ক্ষতি পুষিয়ে নিতে এবং বাংলাদেশ জাতীয় দলকে আবারো মাঠের ফেরাতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ইতিমধ্যেই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য বিভিন্ন ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দল গুলি। তবে বাকি দেশগুলো থেকে শ্রীলঙ্কা সিরিজ একপ্রকার নিশ্চিত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফিরলেই ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ভেতরের খবর, শুধু লঙ্কান বোর্ডই নয় বাংলাদেশও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ভাবছে এবং সেটা শুধু ভাবাভাবির পর্যায়ে নেই, দুই বোর্ডের শীর্ষপর্যায়ে কথাবার্তা চলছে। সেপ্টেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কায় দল পাঠানোর কথাও চিন্তা চলছে।
বিসিবির এক অতি নির্ভরশীল সূত্র জানিয়েছে, ঈদের পরই হয়তো শ্রীলঙ্কা সফরের বিষয়টি চূড়ান্ত হবে। বিসিবির সভাপতি দেশে ফেরার পর বোর্ডসভায় বিষয়টি নিয়ে কথা এবং সিদ্ধান্ত হবে। তবে এখনকার খবর, বিসিবি আর লঙ্কান বোর্ডের মধ্যে কথা চালাচালি চলছে।
সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট