লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন তামিম

ক্রিকেট দুনিয়া July 25, 2020 2,598
লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন তামিম

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ (শনিবার) বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তামিম।


দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডন পৌঁছাবেন তিনি। তামিম ইকবালকে বিমানবন্দরে বিদায় জানান জাতীয় দলের খেলোয়াড়দের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ক্রিকেট অন্তঃপ্রাণ সংগঠক ওয়াসিম খান।


এদিকে যুক্তরাজ্য সরকারের নিয়মানুযায়ী লন্ডন পৌঁছেই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না তামিম। তাকে আগে নিজ খরচে থাকতে হবে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে। এ সময়ের মধ্যে তার মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা না দিলেই বাইরে বের হওয়ার অনুমতি পাবেন।


কিছুদিন ধরেই বুকে ব্যথা অনুভব করছেন তামিম ইকবাল। বিভিন্ন পরীক্ষা করেও রোগ ধরা পড়েনি তামিম ইকবালের। তাই এখন বাধ্য হয়ে চিকিৎসার জন্য লন্ডন যেতে হচ্ছে তাকে। - বাংলাওয়াশক্রিকেট