হাথুরুসিংহে আমার অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছেঃ এনামুল

ক্রিকেট দুনিয়া July 25, 2020 4,519
হাথুরুসিংহে আমার অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছেঃ এনামুল

২০১৪ সালে বাংলাদেশের কোচের দায়িত্ব নেয়ার পর সফলতা পেলে পরবর্তীতে নানা বিতর্কের জন্ম দিয়ে ২০১৭ সালে মেয়াদ শেষের আগেই সরে দাঁড়িয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। দলের ভেতর তার একনায়কতন্ত্রে খেলোয়াড়রা চরম মাত্রায় ক্ষুব্ধ ছিলেন, তা কারোর অজানা নয়। অনেক সময় অনেক ক্রিকেটারও তার বিপক্ষে কথা বলেছেন।


এবার সেই কাতারে এনামুল হক বিজয়। তার মতে, হাথুরুসিংহে তাকে অনেক বড় ক্ষতি করে দিয়েছে। তাকে নাকি বলা হতো ‘এনামুল দলের জন্য খেলেন না, নিজের জন্য খেলেন’৷ সম্প্রতি নট আউট নামক ফেসবুক পেজের এক লাইভ আড্ডায় এসে এমনটা জানান বিজয়।


তার ভাষায়, “ও (হাথুরুসিংহে) আমাকে অবশ্যই একটা বড় ক্ষতি করে দিয়ে গেছে। হয়তো আমি ওই সময় সাপোর্টটা পেলে আজ এখানে থাকতাম না, অনেক ভালো জায়গায় থাকতাম। তিনি প্রতিষ্ঠিত করে গেছেন ‘এনামুল দলের জন্য খেলেন না, নিজের জন্য খেলেন।”


২৭ বছর বয়সী এই ক্রিকেটার আরও বলেন, “আমার কাছে মনে হয় উনিই মিস আন্ডারস্ট্যান্ডিং করে জিনিসটা করেছে। আমার মনে হয় না আমি ও রকম ছিলাম বা ও রকম কিছু করেছি, যে জিনিসটা উনি বলে দিয়ে গেছেন। মানুষের কাছ থেকে আমাকে যা শুনতে হয় মাঝে মাঝে। কিন্তু আমি ও রকম ছিলাম না।”


তবে এনামুল গর্ব করে বলতে পারেন, তিনি সবসময়ই দলের জন্যে খেলেছেন। তিনি আরও বলেন, “এটা গর্বের সাথে বলতে পারি, আমি দলের জন্য খেলি, দেশের জন্য খেলি। আমি একবারও চিন্তা করি না নিজের জন্য কিছু করব।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪