টি-টুয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রান দিয়েছেন যে ৫ বোলার

ক্রিকেট দুনিয়া July 23, 2020 8,841
টি-টুয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রান দিয়েছেন যে ৫ বোলার

ক্রিকেটের যারা পাঁড় ভক্ত, এই তালিকার শীর্ষ নামটা সবার জানা থাকার কথা। অবশ্য কেউ যদি সাম্প্রতিক সময়ে ক্রিকেট খেলা দেখা শুরু করে থাকেন তারা আবার নামটা দেখে ভড়কে যেতে পারেন। টি-টুয়েন্টি ম্যাচে এক ওভারে সর্বোচ্চ রান যিনি দিয়েছেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার। ইংল্যান্ডের হয়ে টেস্টের ২য় সর্বোচ্চ উইকেটশিকারী। নামটা নিশ্চয়ই জানেন, স্টুয়ার্ট ব্রড।

২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে এক ওভারে ৩৬ রান দিয়েছিলেন ব্রড। ওভারের সবগুলো বলেই ছয় হাঁকিয়েছিলেন ভারতীয় হার্ডহিটার যুবরাজ সিং।

ঘটনাটা বেশ মজার। মাঠে যুবরাজকে স্লেজিং করছিলেন ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ইনিংসের ১৯তম ওভার তখন। যুবরাজের সঙ্গে একচোট হয়ে গেল ফ্লিনটফের। ঠিক তখনই বোলিং করতে আসেন তরুণ ব্রড। আন্তর্জাতিক ক্রিকেটে তখনো মাত্র বছরখানেক হলো তার। সেদিনই জীবনের চরম দুঃস্বপ্নটা দেখে ফেলেন ব্রড। ওভারের ৬ বলে ৬ ছয়ের রেকর্ড এর আগে দেখেনি টি-টুয়েন্টি ক্রিকেট। ওই ওভারেই ঝড় বইয়ে দিয়ে মাত্র ১২ বলে ফিফটি হাঁকিয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটাও নিজের দখলে নিয়ে নেন যুবরাজ।

তালিকার ২ নম্বর নামটা ভারতীয় পেসার শিবাম দুবের দখলে। বাজে এই ঘটনার স্বাক্ষী হন চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ইনিংসের ১০ম ওভারে তরুণ এই বোলারের হাতে বল তুলে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ওই ওভারে ৪ ছক্কা আর ২ বাউন্ডারিত ৩৪ রান তোলেন দুই কিউই ব্যাটসম্যান সেইফার্ট ও রস টেইলর। ওভারে একটি নো বলও দেন দুবে।

তালিকার ৩ নম্বরে আছেন ৪ জন বোলার। এরা হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ওয়েইন পার্নেল, আফগানিস্তানের দাওলাতজাই, ভারতের স্টুয়ার্ট বিনি ও নেদারল্যান্ডসের ম্যাক ও'ডওড। এক ওভারে ৩২ রান করে দিয়েছেন এরা সবাই।

৪ নম্বর নামটা একজন বাংলাদেশির। মনে পড়ছে নিশ্চয়ই। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের তান্ডবের শিকার হন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের ১৯তম ওভারে তিনি সংগ্রহ করেন ৩১ রান। প্রথম পাঁচ বলে টানা ৫ ছয় হাঁকানোর পর শেষ বলে সিঙ্গেল নেন মিলার। সেদিন মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকান মিলার।

তালিকার পরের অবস্থানেও আছেন একজন বাংলাদেশি। তিনি সাকিব আল হাসান। গেল বছরের সেপ্টেম্বরে মিরপুরে তার এক ওভারে ৩ ছক্কা ও ৩ চার হাঁকান জিম্বাবুইয়ান ব্যাটসম্যান রায়ান বার্ল। সবমিলিয়ে ৩০ রান। এক ওভারে সমপরিমান রান দিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ড্যারেল টাফি, পাকিস্তানের বিলাল ভাটি, স্কটল্যান্ডের রব টেইলর এবং ডেনমার্কের হামিদ শাহ।


সূত্রঃ সময় টিভি