আইপিএলের কারণেই হচ্ছে না বিশ্বকাপ ও এশিয়া কাপ!

ক্রিকেট দুনিয়া July 23, 2020 1,729
আইপিএলের কারণেই হচ্ছে না বিশ্বকাপ ও এশিয়া কাপ!

করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া স্থগিত হয়ে গেছে এশিয়া কাপের এবারের আসর। শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল) আয়োজনের জন্যই এই দুটি টুর্নামেন্ট হচ্ছে না বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।


টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় সে সময়ে এবারের আইপিএল আয়োজনে বেশ তোড়জোড় শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শোয়েব। পাকিস্তানের ‘জিও ক্রিকেট’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই এ বছর এশিয়া কাপ হতে পারত। সেখানে ভারত এবং পাকিস্তানের একে অপরের মুখোমুখি হওয়ার দারুণ একটি সুযোগ ছিল।’


রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরো বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপও ঠিকই হতে পারত। কিন্তু আমি আগেই বলেছিলাম এটা তারা হতে দেবে না। বিশ্বকাপ গোল্লায় যাক কিন্তু আইপিএলের ক্ষতি হওয়া যাবে না। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা শুধু হাওয়ায় ভরসা করেছেন। যাদের হাতে ক্ষমতা তারা এটা কিছুতেই হতে দিত না। ’


এভাবে আন্তর্জাতিক টুর্নামেন্ট বাতিল করে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোকে ছাড় দেয়া কিছুতেই মানতে পারছেন না শোয়েব। এই সাবেক ক্রিকেটার মনে করেন এটা অনৈতিক। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে শুধু দুটি বিশ্বকাপ আর কয়েকটা টি-টোয়েন্টি লিগই টিকে থাকবে। - ডেইলি বাংলাদেশ