আগস্টেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ!

ক্রিকেট দুনিয়া July 22, 2020 2,908
আগস্টেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ!

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় জোরালো হয়েছে আইপিএল হওয়ার সম্ভাবনা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আইপিএলের আনুষ্ঠানিকতা শুরু করতে চাইছে। এর আগে আগস্টে অনুষ্ঠিত হতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


করোনা পরবর্তী সময়ে সবার আগে ইংল্যান্ডে ফিরেছে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ সেখানে খেলছে, অপেক্ষায় আছে আয়ারল্যান্ড ও পাকিস্তান। এমতাবস্থায় ভারতও আন্তর্জাতিক ক্রিকেট শুরুর কথা ভাবছে। ডিসেম্বরের আগে কোনো খেলার সূচি না থাকলেও দ্রুত মাঠের ক্রিকেট ফেরাতে বদ্ধপরিকর বিসিসিআই।


গত মার্চে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এমনকি সিরিজ খেলতে ভারতে উপস্থিত ছিল প্রোটিয়ারা। কিন্তু করোনাভাইরাসের কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয় সেই সিরিজ। এরপর শ্রীলংকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও স্থগিত করে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্থগিত হওয়া ভারতের সিরিজটি এখন আগস্টে হতে পারে বলে গুঞ্জন উঠেছে।


গুজরাটের মোতেরা স্টেডিয়ামে শিগগিরই অনুশীলন শুরু করবেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানেই ব্যাট-বলের সঙ্গে পুরনো সম্পর্ক আবার ঝালিয়ে নেবেন সবাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ অনুষ্ঠিত হলে দেশের বাইরেই তা হওয়ার সম্ভাবনা বেশি বলে ভারতিয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ