বিসিসিআইয়ের কর্তকর্তাদের সভায় প্রাথমিকভাবে আইপিএল আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। ইতোমধ্যেই আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে প্রস্তুতিও শুরু করতে বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী দুবাই স্পোর্টস সিটির প্রধান সালমান হানিফ জানিয়ে দিলেন, তারা আইপিএল আয়োজনের সমস্ত পরিকল্পনা তৈরি রাখছে।
চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত আইপিএলের ত্রয়োদশ আসর মাঠে গড়াতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। মূলত বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্তের পরই চূড়ান্ত ঘোষণা দিবে বিসিসিআই।
টি২০ বিশ্বকাপের অনিশ্চয়তার মধ্যেই সেপ্টেম্বর -অক্টোবরের উইন্ডোতে আইপিএল আয়োজনে বদ্ধপরিকর বিসিসিআই। দুবাই স্পোর্টস সিটির মধ্যেই দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে। আইসিসির একাডেমিও আছে।
গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সালমান হানিফ জানিয়েছেন, “স্টেডিয়ামে আলাদা আলাদা ভাবে নয়টা পিচ রয়েছে। অল্প সময়ের মধ্যে যা অনেক ম্যাচ আয়োজন করতে পারবে। উইকেট যাতে সতেজ থাকে, সেইজন্য আপাতত আর কোনো ম্যাচ এখানে খেলা হবে না।”
ক’রোনা সংক্রমণ বেড়েছে দুবাইতেও। ৫০ হাজারের বেশি লোক আক্রান্ত হওয়ার পর ৩০০ জন মারা গিয়েছেন। অন্যদিকে ভারতের অবস্থা ভয়াবহ। আক্রান্তের সংখ্যান ১০ লাখ পেরিয়ে গিয়েছে।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙুলি এর আগে একাধিকবার বলেছেন, আর্থিক ক্ষতি আটকাতে এই বছরেই আইপিএল আয়োজন করতে চায় বোর্ড। তবে প্রথম পছন্দ দেশই। যদিও এই মুহূর্তে দেশে আইপিএল আয়োজন করা কার্যত অসম্ভব।
সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে যদি আইপিএলের দিনক্ষণ ঠিক করে ফেলে বিসিসিআই। তাহলে ফ্র্যাঞ্চাইজিরা কয়েক সপ্তাহ আগেই ক্রিকেটার নিয়ে অনুশীলন শুরু করে দেবে। মার্চ মাস থেকে লকডাউনে বাড়িতেই কাটিয়েছেন ক্রিকেটাররা। সম্প্রতি নিজেদের উদ্যোগে নেট অনুশীলনে ফিরেছেন কয়েকজন ক্রিকেটার।
হানিফ জানিয়েছেন, “এখানে অনুশীলন কোনো সমস্যাই হবে না। কারণ আগেও আমরা বহুদলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি। আইসিসির কমপ্লেক্সেই দুটো মাঠে ছড়ানো ৩৮ টা উইকেট রয়েছে। গরমে অনুশীলন করতে না চাইলে ইনডোরেরও ব্যবস্থা রয়েছে।”
ভারতীয় ক্রীড়াভিত্তিক এক সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন, “বিসিসিআইয়ের হাতে এখন এই একটা সুযোগই আছে। এই সূচিটা ৮০ শতাংশ চূড়ান্ত। বাকিটা প্রয়োজনীয় সব জায়গা থেকে অনুমোদনের অপেক্ষায় আছে বিসিসিআই।”
সূত্রঃ স্পোর্টসজোন২৪