সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এবারের আইপিএলের আসর। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা অস্ট্রেলিয়ায়। তবে তা স্থগিত হওয়ার ঘোষণা আসা সময়ের ব্যাপার। বিশ্বকাপের উইন্ডোতেই আইপিএল করতে চায় বিসিসিআই।
তবে ভারতে করোনাভাইরাসের যে প্রকোপ, তাতে এই সময়ে দেশটি আইপিএল আয়োজন কঠিন। এদিকে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আগেই আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়ে রেখেছিল। দুবাইয়ে ভারতীয় দলের ট্রেনিং ক্যাম্পও করতে চায় বিসিসিআই।
বোর্ডের এক সূত্র জানিয়েছেন, নাটকীয়ভাবে মুম্বাইয়ের পরিস্থিতি উন্নতি না হলে দুবাইয়ে আইপিএল আয়োজন হতে যাচ্ছে। তাই খুব সম্ভবত দুবাইয়ে ক্যাম্প আয়োজন করা হবে। একবার আইপিএল ভেন্যু চূড়ান্ত হয়ে গেলেই বাকি বিষয়ের দ্রুত নিষ্পত্তি ঘটবে। – দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, আমাদের সময়