বিশ্ব ক্রিকেটে সেরাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। সম্প্রতি নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এক সাক্ষাৎকারে। সেখানে বলেছেন, আফগানিস্তান বিশ্বকাপ জিতলেই কেবল বিয়ে করবেন তিনি!
বিয়ে নিয়ে যে সংকল্পের কথা বলছেন, তাতে হয়তো মনে হতে পারে রশিদের বিয়েটা তাহলে দূরঅস্ত! কিন্তু রশিদ খানের সংকল্প এখন এটাই। আজাদি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আফগানিস্তান যখন বিশ্বকাপ জিতবে, তখনই আমি বিয়ে করবো।”
আর রশিদ খানের এমন মন্তব্যের পর টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়মিত ট্রল করা হচ্ছে তাকে নিয়ে। কেউ কেউ মনে করছেন রশিদ চিরকুমার থাকতে হবে। কারণ রশিদ দুর্দান্ত খেললেও তার দল এখনো বিশ্ব মঞ্চে উঠে দাঁড়াতে পারেনি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪