অস্ট্রেলিয়া সফরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে নারাজ ভারত

ক্রিকেট দুনিয়া July 14, 2020 2,216
অস্ট্রেলিয়া সফরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে নারাজ ভারত

করোনার জন্য বিশ্বের এখন যা পরিস্থিতি, তার জন্যে একদেশ থেকে অন্যদেশে সফর করলে থাকতে হয় ১৪ দিনের কোয়ারেন্টাইনে। ইতিমধ্যে ইংল্যান্ড সফরে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া পাকিস্তানও তাদের কোয়ারেন্টাইনের সময় শেষ করছে।


সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। কিন্তু অস্ট্রেলিয়া গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে নারাজ ভারত। এটা নিয়েই আপত্তি জানালেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।


তার মতে ঐ সফরে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবে না বিরাট কোহলিরা। সময় আরও কমাতে হবে। কারণ দেশে ঘরবন্দী থাকা ক্রিকেটাররা যেন বিদেশে গিয়েও ঘরবন্দী না থাকে। সেজন্যই কোয়ারেন্টাইনের সময় কমানোর দাবি তার।


সৌরভের ভাষায়, “ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী। কিন্তু ১৪ দিনের কোয়ারান্টিন কমাতে হবে। আমরা চাই না, বিদেশে গিয়ে ক্রিকেটাররা টানা ১৪ দিন হোটেলের ঘরে বসে থাকুক।


এটা খুবই চাপের এবং হতাশার। আমরা এটা কমিয়ে কী ভাবে ক্রিকেটারদের চাপমুক্ত করা যায়, সেই ব্যাপারে আলোচনা করছি।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪