পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে সূচি ঘোষণা করলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া July 7, 2020 2,027
পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে সূচি ঘোষণা করলো ইংল্যান্ড

মহামারি করোনাভাইরাসের সংকট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। এরপর আরো দুইটি সিরিজে পাকিস্তান ও আয়ারল্যান্ডকে আতিথেয়তা দেবে ইংলিশরা। পাকিস্তান সিরিজের সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচিও প্রকাশ করেছে ইসিবি। প্রতিটি ম্যাচই হবে দর্শকশূন্য মাঠে, ‘বায়ো-সিকিউর’ ভেন্যুতে।


আয়ারল্যান্ড যুক্তরাজ্যে পৌঁছাবে ১৮ জুলাই। এজিয়েস বোউল হবে তাদের ‘বেস’। সেখানেই ৩০ জুলাই হবে প্রথম ওয়ানডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তিন টেস্ট শেষ হওয়ার কথা ২৮ জুলাই। একদিন পরই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে হবে যথাক্রমে ১ ও ৪ আগস্ট।


এরপর ওল্ড ট্রাফোর্ডে ৫ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড। এজিয়েস বোউলে পরের দুটি টেস্ট শুরু হবে যথাক্রমে ১৩ ও ২১ আগস্ট। এরপর আবারও ওল্ড ট্রাফোর্ডে ফিরবে তারা, সেখানেই ২৮, ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শেষ হবে।


এরই মাঝে ইংল্যান্ডে পৌঁছে গেছে পাকিস্তান, উস্টারশায়ারের মাঠ নিউ রোডে আইসোলেশন শেষ করে তারা যাবে ডার্বিশায়ারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ জুলাই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ইংল্যান্ড।


• আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ


প্রথম ওয়ানডে, ৩০ জুলাই, এজিয়েস বোউল (দিবা-রাত্রি)


দ্বিতীয় ওয়ানডে, ১ আগস্ট, এজিয়েস বোউল (দিবা-রাত্রি)


তৃতীয় ওয়ানডে, ৪ আগস্ট, এজিয়েস বোউল (দিবা-রাত্রি)


• পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ


প্রথম টেস্ট, ৫-৯ আগস্ট, ওল্ড ট্রাফোর্ড


দ্বিতীয় টেস্ট, ১৩-১৭ আগস্ট, এজিয়েস বোউল


তৃতীয় টেস্ট, ২১-২৫ আগস্ট, এজিয়েস বোউল


• টি-টোয়েন্টি সিরিজ


প্রথম টি-টোয়েন্টি ২৮ আগস্ট, ওল্ড ট্রাফোর্ড


দ্বিতীয় টি-টোয়েন্টি, ৩০ আগস্ট, ওল্ড ট্রাফোর্ড


তৃতীয় টি-টোয়েন্টি, ১ সেপ্টেম্বর, ওল্ড ট্রাফোর্ড


সূত্রঃ ডেইলি বাংলাদেশ