ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট

ক্রিকেট দুনিয়া July 7, 2020 1,360
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট

ক্রিকেটারদের প্রায় চার মাসের অপেক্ষার অবসান ঘটছে বুধবার। সেই সঙ্গে বিশ্বব্যাপী ভক্তদেরও অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। এদিন ইংল্যান্ডের সাউদাম্পটনে স্বাগতিকদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট।


গত ১৩ মার্চ শেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ফাঁকা স্টেডিয়ামে। সিডনিতে ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়া হারায় নিউজিল্যান্ডকে। তখন সবে ছড়াতে শুরু করেছে করোনার প্রকোপ কিন্তু অনেকে বুঝতে পারেনি, এমন দীর্ঘ বিচ্ছেদে থাকতে হবে ক্রিকেটের সঙ্গে।


বুধবার থেকে যে টেস্ট শুরু হতে যাচ্ছে, তা এক কথায় নজিরবিহীন। ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, কর্তা, সকলকে রাখা হচ্ছে সাউদাম্পটনের মাঠে জৈবিক সুরক্ষিত বলয়ের মধ্যে। মাঠের মধ্যেই রয়েছে হোটেল। সেখানেই থাকবেন ক্রিকেটার, ধারাভাষ্যকার, সকলে।


যার অর্থ, ম্যাচে যাঁরা থাকবেন, সকলে এক বার বলয়ে ঢুকে পড়লে আর বেরোতে পারবেন না। ক্রিকেটারেরা আগেই সেখানে ঢুকে পড়েছেন, ধারাভাষ্যকারদেরও বলে দেওয়া হয়েছে, মঙ্গলবারের মধ্যে ঢুকে পড়তে হবে। - আমাদের সময়