আটমাস শেষ; সাকিব ফিরবেন আর মাত্র চারমাস পর

ক্রিকেট দুনিয়া July 3, 2020 1,523
আটমাস শেষ; সাকিব ফিরবেন আর মাত্র চারমাস পর

জুয়াড়ির ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আছেন সাকিব আল হাসান। আর ইতিমধ্যেই সাকিব পার করে ফেলেছেন আট মাস। আগামী ২৯ অক্টোবর ক্রিকেটে ফিরবেন নাম্বার ওয়ান অলরাউন্ডার, তাই আর অপেক্ষা মাত্র আর চার মাস!


সাকিব নিজেই জানিয়েছেন, ৫-১০ বছরও নিষিদ্ধ হতে পারতো। তবে সাকিব মনে করেন তার ভাগ্য ভাল এক বছর শাস্তি হয়েছে। আর এই তথ্য গোপন করাটা অনেক বড় ভুল ছিল স্বীকার করে সাকিব জানান।


তিনি বলেছেন, ‘আমার মনে হয়, বোকার মতো ভুল করেছিলাম। কারণ যে অভিজ্ঞতা আমার আছে, যে পরিমাণ আন্তর্জাতিক ম্যাচ আমি খেলেছি এবং দুর্নীতি দমন ধারা নিয়ে যতগুলো ক্লাস করেছি, আমার ওই ভুল করা উচিত হয়নি। সেটা নিয়ে আমি অনুতপ্ত।’


উল্লেখ্য, দুই বছরের নিষেধাজ্ঞা হলেও কেবল প্রথম বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না সাকিব। আর সে অনুযায়ী আগামী ২৯ অক্টোবর তার শাস্তির মেয়াদ শেষ হবে। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪