এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের সেরা আইপিএল একাদশে চমক

ক্রিকেট দুনিয়া July 2, 2020 4,506
এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের সেরা আইপিএল একাদশে চমক

সম্প্রতি অনলাইন ভিত্তিক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সাথে এক সাক্ষাৎকারে নিজের পছন্দের একাদশ সাজাতে গিয়ে ওপেনার হিসেবে রেখেছেন ভারতীয় ক্রিকেটের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ ও বর্তমান হিটম্যান খ্যাত ওপেনার রোহিত শর্মাকে। এছাড়া বিরাট কোহলিকে কোন সন্দেহ ছাড়াই তিন নম্বরে রেখেছেন ডি ভিলিয়ার্স।


পেস অলরাউন্ডার হিসেবে বেন স্টোকসকে ৫ নম্বরের জন্য রেখেছেন এবি ডি ভিলিয়ার্স। দলের উইকেটরক্ষক ও অধিনায়ক হিসেবে ছয় নম্বরে আছেম মাহেন্দ্র সিং ধোনি। স্পিন বোলার হিসেবে সাত ও আট নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা ও রশিদ খান।


এছাড়া পেস বোলার হিসেবে আছেন ভারতীয় দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। আর নিজ দেশের পেসার কাগিসো রাবেদাকেও রেখেছেন এবি ডি ভিলিয়ার্স।


এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের সেরা আইপিএল একাদশঃ বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, বেন স্টোকস, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা ও জাসপ্রীত বুমরাহ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪