বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূর্ণ্য রানে আউট হয়েছেন যারা

ক্রিকেট দুনিয়া June 29, 2020 5,489
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূর্ণ্য রানে আউট হয়েছেন যারা

আসুন জেনে নেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি ০ রানে আউট হয়েছেন যারা। তালিকায় সবার ওপরে রয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি ২৬২ ইনিংসে সর্বোচ্চ ৩৩ বার শূন্য রানে আউট হয়েছেন।


মাশরাফির পরে রয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ৩৯৪ ইনিংসে মোট ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন তামিম ইকবাল। তালিকার তৃতীয় নম্বরে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১০ ইনিংসে ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন আশরাফুল।


তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১১ হাজার রান করা মুশফিকুর রহিম। ৪১১ ইনিংসে ২৬ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ২০৪ ইনিংসে ২৫ বার শূন্য রানে আউট হয়েছেন হাবিবুল বাশার।


তারপরে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। ১৬৮ ইনিংসে ২৩ বার শূন্য রানে আউট হয়েছেন মোহাম্মদ রফিক। এর পরে রয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন। অষ্টম স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ ৩৩৫ ইনিংসে মোর ২১ বার শূন্য রানে আউট হয়েছেন।


তালিকার নবম স্থানে রয়েছে বাংলাদেশ দলের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। ১৯৪ ইনিংসে ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। সবার শেষে গত ১০ নম্বরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৭৫ ইনিংসে সাকিব আল হাসান শূন্য রানে আউট হয়েছেন ১৯ বার।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট