দেখে নিন পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের পূনাঙ্গ সূচি

ক্রিকেট দুনিয়া June 28, 2020 7,251
দেখে নিন পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের পূনাঙ্গ সূচি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কোভিড-১৯ পরীক্ষায় ১০ ক্রিকেটার পজিটিভ হওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সকল সংশয় উড়িয়ে দিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেল দলটি। আজ সকালেই ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।


পৌঁছানোর পর ব্রিটিশ সরকারের নির্দেশনা মেনে উস্টারে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবে তারা। এরপর আগামী ১৩ জুলাই থেকে ডার্বিশায়ারে প্রস্তুতি শুরু করবে দলটি। আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।


সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে ও জৈব সুরক্ষিত পরিবেশে। করোনাভাইরাসের কারণে গেল মার্চে ক্রিকেট বন্ধ হওয়ার পর এই সিরিজ দিয়েই মাঠে ফিরবে মিসবাহ-উল-হকের দল।



টেস্ট সিরিজ

প্রথম টেস্ট : ৫-৯ আগস্ট, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড

দ্বিতীয় টেস্ট : ১৩-১৭ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল

তৃতীয় টেস্ট : ২১-২৫ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল।


টি-টোয়েন্টি সিরিজ

প্রথম টি-টোয়েন্টি : ২৯ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল

দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩১ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল

তৃতীয় টি-টোয়েন্টি : ২ সেপ্টেম্বর, সাউদাম্পটনের এজ বোল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪, আমাদের সময়