ক্রিকেট কে অনেকেই ভদ্র লোকের খেলা হিসেবেই জানে। তবে মাঝে মধ্যে মাঠে এমন কিছু পরিস্থিতি দেখা যায় যা আসলেই কাম্য নয়। কিন্তু তার মাঝে কিছু খেলোয়াড় তাদের ব্যবহারের চূড়ান্ত পরিচয় দেয়।
ক্রিকেট বিশ্বে এমন অনেক ভদ্র ক্রিকেটাররা আছেন যারা বিশ্বব্যাপী সম্মানিত। বলতে গেলে ক্রিকেটবিশ্বে এদের কোনো হেটার্স নেই। আর এই তালিকায় সবার আগে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর তারপরেই আছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা।
এই সকল ক্রিকেটাররা তাদের ভদ্রতার জন্য বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ও সম্মানিত। ফেসবুকে একটি প্রতিষ্ঠান ক্রিকেটবিশ্বে সম্মানিত এমন ১০ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছেন।
• চলুন একনজরে দেখেনিন এই তালিকাটি-
১। হাশিম আমলা
২। মাশরাফি বিন মর্তুজা
৩। শচিন টেন্ডুলকার
৪। কুমার সাঙ্গাকারা
৫। মহেলা জয়বর্ধানে
৬। শোয়েব মালিক
৭। এবি ডি ভিলিয়ার্স
৮। জ্যাক ক্যালিস
৯। ড্যারেন স্যামি
১০। কেন উইলিয়ামসন।
উল্লেখ্য, এই তালিকাটিতে আপনাদের পছন্দের ক্রিকেটারের নাম নাও থাকতে পারে। আপনার পছন্দের ক্রিকেটারের নাম আমাদের জানান কমেন্ট করে। - স্পোর্টসজোন২৪