বাংলাদেশ জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার মোহম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। একজন বাংলাদেশ ক্রিকেটের প্রথম ভালবাসা আর অন্যজন দেশসেরা ওপেনার। জানেন কি এই দুই ক্রিকেটারের মধ্যে মাঠেই খেলা চলাকালে ঘটেছিল ঝগড়া, বাক-বিতন্ডা।
ঘটনাটি ২০১২ সালের প্রিমিয়ার লিগের কথা। মোহম্মদ আশরাফুল খেলছিলেন প্রাইম ব্যাংক দলে আর তামিম খেলছিলেন ভিক্টোরিয়ার হয়ে। সেদিনই মাঠে এই দুই ক্রিকেটারের মধ্যে বেশ উত্তেজনাকর একটি ঘটনা ঘটে।
সম্প্রতি একই লাইভে এসে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় মোহম্মদ আশরাফুলকে। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, আসলে সেদিন ডিকেন্স (ফয়সাল হোসেন) ভাই আউট হবার পর ভিক্টোরিয়ার মালিক তাকে ডাগ আউটে দাড় করিয়ে কি যেন বলছিল। আমি তখন আম্পায়ারকে বলি ‘খেলার মাঝে এটা কথা বলা কি ঠিক’।
আশরাফুল আরো বলেন, সেই সময় তামিম ফিল্ডিং করছিল আর ও বিষয়টা ব্যক্তিগতভাবে নিয়ে নেয়। তাতেই দুইজনের মাঝে একটু কথা কাটাকাটি হয়। যা আম্পায়ারের হস্তক্ষেপে তখন শেষ হয়ে যায়।’
আর এই ঘটনার পর তামিম ইকবাল দুই ম্যাচে নিষিদ্ধ হন বলে জানান মোহম্মদ আশরাফুল। তিনি এটাও জানেন তামিমের সাথে আমার সম্পর্ক ভাল ওইটা শুধু মাত্র মাঠের ঘটনা, যা ওইখানেই শেষ হয়ে যায়। -স্পোর্টসজোন২৪