লিওনেল মেসির খেলা দেখেই অনুপ্রাণিত হন সাকিব আল হাসান

ক্রিকেট দুনিয়া June 25, 2020 3,006
লিওনেল মেসির খেলা দেখেই অনুপ্রাণিত হন সাকিব আল হাসান

বর্তমানে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি। আর বিশ্বের এই সেরা ফুটবলের অনেক বড় ভক্ত বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি শুধু মেসিকে পছন্দ করেন না তার সাথে মেসির কাছ থেকে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করেন তিনি।


মেসি ফুটবলের সুপারস্টার। ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান। মেসি যখন খারাপ ফেলে তখন সমালোচনা হয় ঠিক তেমনই সাকিব খারাপ খেললে সমালোচনা হয়। তাই মেসিকে দেখে অনুপ্রেরণা খুঁজে পান বাংলাদেশি তারকা।


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের অনুষ্ঠানে ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি লিওনেল মেসির দারুণ ভক্ত। মূলত তাকে দেখেই আমি অনুপ্রাণিত হই। আমি যখন তাঁর খেলা দেখতে বসি, সবসময় তো আর ভালো হবে না।


যদি একটু খারাপ হয় আমি নিজেই বলি, কেন সে আজকে পারফর্ম করতে পারছে না… তার আজকে আরো ভালো খেলা উচিত ছিল। এরপর একইভাবে নিজের কথা চিন্তা করি।


বাংলাদেশের সমর্থকরাও তো সবসময় আমার কাছ থেকে ভালো পারফর্ম আসা করে। এটা অনুপ্রেরণা দেওয়ার একটা ভালো দিক। এটা আমাকে অনুপ্রানিত হতে সাহায্য করে।’


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট