আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের অভিষেক ঘটে স্বপ্নের মতো। নিজের অভিষেক আন্তর্জাতিক ম্যাচেই বিশ্বসেরা বোলিং লাইন আপ চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরনদের পিটিয়ে সবচেয়ে কম বয়সে শতক হাঁকানোর রেকর্ড গড়েন আশরাফুল। একদিক থেকে মাত্র ১৭ বছর বয়সী কিশোরের এমন ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে যান আমিনুল ইসলাম বুলবুল।
যেখানে ৬ টেস্ট খেলা আমিনুল অভিষিক্ত আশরাফুলকে পরামর্শ দেবার কথা সেখানে পিচ্চি ছেলেটাই কিনা বুলবুলকেই পরামর্শ দিতে থাকেন। শুধুই কি পরামর্শ ম্যাচের এক পর্যায়ে বুলবুল একটি বাজে শট খেললে আশরাফুল তো ঝাড়িও মেরে দেন।
বলে দেন, এইটা কী শট খেললেন আপনি?’ সম্প্রতি নট আউট নোমানে লাইভে যুক্ত হয়ে সেই ম্যাচের এমন গল্প জানিয়েছেন আশরাফুলের ওপেনিয় সঙ্গী হিসেবে থাকা আমিনুল ইসলাম বুলবুল।
বিশ্লেষক আমিনুল ইসলামের কাছে সঞ্চালক নোমান মোহাম্মদের প্রশ্ন ছিল, ‘আশরাফুলের যে অভিষেক টেস্টের সেঞ্চুরি, সেখানে দীর্ঘক্ষণ তার পার্টনার হিসেবে ছিলেন। আপনাদের একটা বড় জুটিও (১২৬ রান) আছে। ঐ জুটি গড়ার সময় আশরাফুলের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল?’
সোজাসাপাটা জবাব দিতে গিয়ে আশরাফুলের প্রশংসায় পঞ্চমুখ আমিনুল বুলবুল। শুধু প্রশংসা করাই নয়, সে ম্যাচের চালচিত্র বর্ণনা করে বুলবুল জানিয়ে দেন, ১৯ বছর আগে আশরাফুল হতাশ হয়ে তাকে অমন কঠিন প্রশ্ন করেছিলেন।
সে দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বুলবুলের সংলাপ, আমার ছিল ওটা ৫-৬ নম্বর টেস্ট আর আশরাফুলের প্রথম টেস্ট। খুব স্বাভাবিকভাবে সিনিয়র হিসেবে ব্যাটিং করার সময় আমিনুল বুলবুল তাকে মানে আশরাফুলকে গাইড করছিলেন। বলছিলেন দেখে খেলতে।
বুলবুলের ভাষায়, ‘আমি আশরাফুলকে বলছিলাম, জয়সুরিয়া এই জায়গায় বল করছে, ভাস এ লাইন-লেন্থে বল ফেলছে। মুরালি এই জায়গায় বল করছে।’
কিন্তু অবাক করা সত্য হলো, খানিক পর আশরাফুলই তাকে বুদ্ধি-পরামর্শ দিতে শুরু করেছিলেন। সেটাই খুব ভাল লেগেছিল আমিনুল বুলবুলের। তিনি রীতিমতো বিমূঢ় হয়ে গিয়েছিলেন, আর ভাবছিলেন এতটুকুন একটি ছেলে, বয়স বড় জোর ১৬-১৭, সে আমাকে গাইড করছে।
বুলবুল বলে ওঠেন, ‘সব থেকে ভাল লেগেছিল যে জিনিসটা, তা হলো সে কিছুক্ষণ পরে আমাকে গাইড করতে শুরু করে দিয়েছিল। একটি ছোট্ট ছেলে যে জীবনের প্রথম টেস্ট খেলছে, সে উল্টো আমাকে গাইড করেছিল।’
তার উপলব্ধি ছিল, একজন অভিষিক্ত এক সদ্য কৈশোর পার করা ১৭ বছরের তরুণ জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে তার সিনিয়র পার্টনারকে পরামর্শ দিতে পারে- সেটা শুনেও বিশ্বাস করা কঠিন ছিল। কিন্তু সেটাই শেষ নয়।
আশরাফুল তাকে রীতিমতো শাসনের সুরেও প্রশ্ন করে বসেন। আর সেটাই আশরাফুলের অভিষেক টেস্টের সবচেয়ে স্মরণীয় স্মৃতি হয়ে আছে এ সাবেক জাতীয় অধিনায়কের।
সে ঘটনার বর্ণনা দিয়ে বুলবুল বলেন, ‘আমার মনে আছে লাঞ্চের পরে আমি জয়াসুরিয়ার বলে আমি ৫৮ রানে আউট হয়ে গিয়েছিলাম। আউট হয়ে ফেরার সময় আমি যখন ননস্ট্রাইক এন্ড পার হচ্ছিলাম তখন আশরাফুল আমাকে ধমক দিয়ে বলেছিল, ‘এইটা কী শট খেললেন আপনি!’
আমার একটুও রাগ হয়নি। বরং একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। এই ভেবে ভাল লেগেছিল যে, ছেলেটার লিডারশিপ কোয়ালিটি আছে। সেই সাথে সঙ্গী, পার্টনার ও সহযোগীদের গাইড করার মানসিকতাটাও আছে।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪