যে রোগের কারণে মাশরাফিকে নিয়ে ভয় পাচ্ছে সবাই

ক্রিকেট দুনিয়া June 21, 2020 2,948
যে রোগের কারণে মাশরাফিকে নিয়ে ভয় পাচ্ছে সবাই

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটে বিশ্বের নিজের সম্মান অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন মাশরাফি। মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গায় অনেক প্রশংসিত মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটারদের মাঝে ছিলেন তিনি একজন আদর্শ নায়ক। ক্রিকেটের বীর যুদ্ধ বলা হয় মাশরাফি বিন মুর্তজাকে।


বারবার ইনজুরিতে পড়ে অপারেশন করেও মাঠে ফিরে এসেছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে গিয়েছেন এক অন্য উচ্চতায়। সেই মাশরাফি বিন মোর্তজার করোনাভাইরাস হওয়ার কথা শুনে আকাশ থেকে পড়েছে বাংলাদেশ মানুষ।


গত পরশুদিন রাতে হঠাৎ করে জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ব্যাটসম্যান নাফিস ইকবাল খান। কিন্তু গতকাল দুপুরে এল আরও বড় ধরণের দুঃসংবাদ। করোনাভাইরাস পজিটিভ হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জ্বর থাকায় ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।


মাশরাফি জানিয়েছেন, জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ তার নেই। এমনিতে অ্যাজমার সমস্যা থাকলেও শ্বাস কষ্ট অনুভব করছেন না তিনি। তবে এই অ্যাজমার সমস্যা নিয়ে তার ভয় আছে। দ্রুত আরোগ্যের জন্য তিনি সবার দোয়া চেয়েছেন। তিনি তার ঢাকার বাসায় আইসোলেশনে আছেন।


করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ সক্রিয় ছিলেন মাশরাফি। তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে দুস্থ-অসহায়দের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার প্রশংসা করেছেন।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট